১৮ মার্চ ২০২৩, ০৮:১১

ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ চলাচল নিয়ন্ত্রন করবে বাকৃবি

ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ চলাচল নিয়ন্ত্রন করবে বাকৃবি  © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান, প্রক্টর অধ্যাপক ড. মো আজহারুল ইসলামসহ প্রক্টরিয়াল বডির নবনিযুক্ত অন্যান্য সদস্যদের সাথে বাকৃবি সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে ওই সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

গত ১৪ মার্চ (মঙ্গলবার) বাকৃবিতে চারজন নতুন সহকারী প্রক্টর নিযুক্ত হয়েছেন। নবনিযুক্ত সহকারী প্রক্টররা হলেন- পশুপুষ্টি বিভাগের সহযোগী অধ্যাপক শফিকুর রহমান শিশির, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো আরিফ সাকিল, মেরিন ফিসারিজ সাইন্স বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোহাম্মদ মোস্তাকিম, এবং গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফাহানা তাহি তিজা।

সভায় প্রক্টরিয়াল বডির সবার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি এবং সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন: সিকৃবিতে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

এসময় তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের অবাধ চলাচল নিয়ন্ত্রন করা হবে। বহিরাগতদের জন্য এই বিশ্ববিদ্যালয় হবে ক্যান্টমেন্টের মতো। যার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। শুক্রবার শনিবার এখন বহিরাগতদের চলাচল কম দেখা যায়। এছাড়া বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ও নিরাপত্তার বিষয়টি জোরদার করা হবে।

তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে অবস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার কাঙ্ক্ষিত সমাধানে প্রক্টরিয়াল বডি থাকবে সদা সচেষ্ট। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার সুষ্ঠু পরিবেশ ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির আহবান জানান তারা।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান, নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামসহ প্রক্টরিয়াল বডির নতুন সদস্যরা, বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বাকৃবিসাসের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।