৩১ জানুয়ারি ২০২৬, ০৮:২৯

কুমিল্লা আর্মি নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

আর্মি নার্সিং কলেজ কুমিল্লা  © টিডিসি সম্পাদিত

আর্মি নার্সিং কলেজ কুমিল্লায় ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বিএসসি ইন নার্সিং) কোর্সে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চার বছর মেয়াদি এই কোর্সে ১ম বর্ষে (১২তম ব্যাচ) শুধুমাত্র ছাত্রীদের ভর্তি করা হবে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের ২০২১, ২০২২ অথবা ২০২৩ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি বা সমমান এবং ২০২৩, ২০২৪ অথবা ২০২৫ সালে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর মোট যোগফল ন্যূনতম ৬.৫০ হতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম গ্রহণযোগ্য নয়। এছাড়া এইচএসসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে।

ভর্তি সংক্রান্ত সময়সূচি অনুযায়ী, আবেদন ফরম সংগ্রহ করা যাবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত। আবেদন ফরম জমা দেওয়ার শেষ সময় ৫ মার্চ দুপুর ২টা পর্যন্ত।

প্রবেশপত্র সংগ্রহ করা যাবে ৮ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত। লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ মার্চ (শনিবার) সকাল ১১টায়।

ভর্তি সংক্রান্ত যেকোনো বিশেষ প্রয়োজনে কলেজ অধ্যক্ষের দপ্তর থেকে অফিস চলাকালীন সময়ে তথ্য জানা যাবে। অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। শুক্রবার, শনিবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য কর্মদিবসে দপ্তর খোলা থাকবে।