জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। জবিসহ ১৩ কেন্দ্রে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় শুরু হয়ে, চলে সাড়ে ৪টা পর্যন্ত। ‘বি’ ইউনিটে (কলা ও আইন অনুষদ) ৭৮৫টি আসনের বিপরীতে ৭৯ হাজর ৮০৭ জন আবেদন করেছেন, প্রতি আসনে লড়েছেন ১০২ জন ভর্তিচ্ছু।
এদিকে ১৯ এপ্রিল থেকে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি উপাচার্য) অধ্যাপক ড. রেজাউল করিম। ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
জানা গেছে, ‘বি’ ইউনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ১৩টি কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ১০০ মার্কের পরীক্ষায় ৭২ মার্ক এমসিকিউ ও বাকি ১৮ মার্ক এসএসসি ও এইচএসসি ফলাফলের ওপর। পরীক্ষায় ইংরেজি, বাংলা ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন করা হয়।
‘বি’ ইউনিটের প্রশ্নপত্র দেখুন