কুবিতে দশ মিনিট পরেও কেন্দ্রে প্রবেশ করেছে ভর্তি পরীক্ষার্থীরা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় দশ মিনিট পরেও কেন্দ্রে প্রবেশ করেছে পরীক্ষার্থীরা। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়।
ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. ম. আনোয়ার হোসেন বলেন, দশ মিনিটের মধ্যে যদি কোনো পরীক্ষার্থী আসেন তাহলে নির্দিষ্ট কেন্দ্রের পরিচালক সে বিষয়ে সিদ্ধান্ত নিবেন। যদি পরীক্ষার্থীর ইল মোটিভ না থাকে তাহলে পরীক্ষা দেয়ার সিদ্ধান্ত নিতে পারবেন। তবে দশ মিনিট পরে কেউ আসলে তাকে পরীক্ষা দিতে দেয়া যাবে না।
এবার ‘এ’ ইউনিটে এ মোট আসন সংখ্যা ৩০০টি। এর বিপরীতে আবেদন জমা পড়েছে ৪৬ হাজার ৩৩৬টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৫৪ জনের বেশি ভর্তিচ্ছু। এরমধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৯ হাজার ৮২১ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র ১৬ হাজার ৫১৫ জন পরীক্ষা দিবেন।
‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা এক ঘণ্টার ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে এবং ন্যূনতম পাশ নম্বর ৩৩ নির্ধারণ করা হয়েছে।