চার ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো হাবিপ্রবি ভর্তি যুদ্ধ, উপস্থিতি ৮০ শতাংশ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) ‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে তিন দিনের ভর্তি যুদ্ধের পর্দা নামে। শেষ দিনে মোট চারটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলা পরীক্ষায় হাজার হাজার ভর্তিচ্ছু অংশ নেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তিন দিনে চারটি ইউনিটে মোট আবেদন পড়েছে প্রায় ৯৪ হাজার। উপস্থিতির হার ছিল গড়ে ৮০ শতাংশের বেশি, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে ভালো।
তবে শেষ দিনের পরীক্ষায় অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে। পরীক্ষা চলাকালীন সময় ‘সি’ ইউনিটে প্রক্সি দেওয়ার অভিযোগে দুই পরীক্ষার্থীকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা বলেন, আলহামদুলিল্লাহ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অক্লান্ত পরিশ্রম, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় পরীক্ষা অনেক সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আজ আমরা দুইজনকে প্রক্সি দেওয়ার অভিযোগে আটক করি, পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের হাতে তুলে দিই। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শেখ মো. মোবারক হোসেন বলেন, পরীক্ষা অনেক সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তিন দিনে মোট চার ইউনিটের পরীক্ষায় উপস্থিতি অ্যাভারেজ ৮০ শতাংশের ওপরে, যা আগের বছরের তুলনায় অনেক ভালো। আমরা চেষ্টা করছি ২–৩ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করতে। পরিবেশ অনুকূল থাকলে নির্বাচনের আগেই ভর্তি কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।