ঢাবি বিজ্ঞান ইউনিটে সেরা ৩ জনের দুজনই নটর ডেমের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (স্নাতক প্রথম বর্ষ) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় এ ফলাফল প্রকাশ করা হয়।
এতে ১২০ নম্বরের মধ্যে ১০৯ পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের উচ্চমাধ্যমিকের বিজ্ঞান শাখার শিক্ষার্থী নাফিম ফুয়াদ ফাতিন।
সেরা ৩ জনের বাকি দুজন রাজধানীর নটর ডেম কলেজের শিক্ষার্থী। এরমধ্যে ১০৭ দশমিক ৫ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন কলেজটির মাহির আহমেদ এবং ১০৬ দশমিক ৭৫ নম্বর পেয়ে একই কলেজের নাবিদ হাসান তৃতীয় স্থান অর্জন করেছেন।
গত ২৭ ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে ১ লাখ ১৪ হাজার ১১৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে ১ লাখ ২ হাজার ৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলে পাশ করেন মাত্র ৭ দশমিক ৪৬ শতাংশ। সংখ্যার হিসেবে ৭ হাজার ৬২১ শিক্ষার্থী পাশ করেছেন এবং ৪ হাজার ২৭৮ জনের উত্তরপত্র বাতিল হয়েছে।
প্রকাশিত ফলাফলে শাখাভিত্তিক বিশ্লেষণে দেখা যায় এ ইউনিটে, বিজ্ঞান শাখায় ৭ হাজার ২১২ জন, মানবিক শাখায় ৩০০ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১০৯ জন পরীক্ষার্থী পাশ করেছেন।