কুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) রাতে এ ফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল জানা যাবে।
প্রকাশিত ফলাফল থেকে জানা গেছে, ‘ক’ গ্রুপে (বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ও বিইউআরপি) মোট উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ১০ জন শিক্ষার্থী। ‘খ’ গ্রুপে (বিআর্ক) উত্তীর্ণ হয়েছেন ৩০৪ জন। এছাড়া পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য সংরক্ষিত আসনে উত্তীর্ণ হয়েছেন ২৮ জন শিক্ষার্থী।
এর আগে, গত ১৫ জানুয়ারি কুয়েট এবং বুয়েট কেন্দ্রে কুয়েট ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীদের মধ্যে বুয়েট কেন্দ্রে পরীক্ষা দেন ৫ হাজার ৪৯১ জন এবং কুয়েট কেন্দ্রে পরীক্ষা দেন ৬ হাজার ২২২ জন শিক্ষার্থী। বিভাগভিত্তিক হিসাবে, ‘ক’ গ্রুপে মোট পরীক্ষার্থী ছিলেন ১১ হাজার ২৭০ জন এবং ‘খ’ গ্রুপে ছিলেন ৪৪৩ জন। শুধু কুয়েট কেন্দ্রে ‘ক’ গ্রুপে অংশ নেন ৫ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী।