২৬ জানুয়ারি ২০২৬, ১৮:৩০

রাবি ‘বি’ ইউনিটের ফল প্রকাশ কবে, যা বললেন ডিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বুধবার (২৮ জানুয়ারি) প্রকাশিত হতে পারে। রবিবার (২৬ জানু্যারি দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন। 

তিনি বলেন, রেজাল্ট প্রকাশের কার্যক্রম এখনও চলমান আছে। এখনও শেষ হয়নি; দুইদিন সময় লাগবে। তবে আশা করি, আগামী পরশু (বুধবার) আমরা রেজাল্ট প্রকাশ করতে পারব। 

প্রসঙ্গত, গত ২৪ জানুয়ারি দুই শিফটে বেলা ১১টা থেকে দুপুর ১২টা ও বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল অঞ্চলে এবারের ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে। 

এবার ‘বি’ ইউনিটে ৫টি আসন বাড়িয়ে ৫৬৪টি করা হয়েছে, যা গত বছরে ছিল ৫৫৯টি। এই ইউনিটের অধীনে রয়েছে বিজনেস স্ট্যাডিজ অনুষদের ৬টি বিভাগ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)। ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তার মধ্যে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা আবেদন করেছেন ১৮ হাজার ৪৫২ ও অ-বাণিজ্যের সংখ্যা ১২ হাজার ৪৩৪ জন।