২৬ জানুয়ারি ২০২৬, ০৭:২৩

আজ থেকে শুরু কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড

কুমিল্লা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক (সম্মান) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। আবেদনকারীরা আজ সোমবার (২৬ জানুয়ারি) থেকে পরীক্ষা শুরুর আগমুহূর্ত পর্যন্ত অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে পরের অন্য বিজ্ঞপ্তিতে সময় পরিবর্তন করে সোমবার করা হয়।

সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত পূর্বঘোষিত তারিখ পরিবর্তন করে আগামী ২৬ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত আবেদনকারীরা প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট cou.admission-aid.com-এ লগইন করে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

উল্লেখ, পূর্বে ২৫ জানুয়ারি প্রবেশ পত্র ডাউনলোড করার জন্য নির্ধারিত করা হয়েছিলো।