২৫ জানুয়ারি ২০২৬, ২৩:২৬

ভর্তি কার্যক্রম শুরুর তারিখ জানাল রুয়েট

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়   © টিডিসি ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রম আগামী ১৭ ফেব্রুয়ারি শুরু হবে। রুয়েট ১ম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য ভর্তি নির্দেশনায় এসব বলা হয়। 

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকৌশল ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে মেধাক্রম ১ থেকে ৭ হাজার ৭০২, স্থাপত্য বিভাগে ১ থেকে ২৭৪ এবং সংরক্ষিত আসনে পার্বত্য জেলা ও অন্যান্য ক্যাটাগরিতে মেধাতালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের আগামী ৩০ জানুয়ারি সকাল ১০টা থেকে ১০ ফেব্রুয়ারি বিকাল ৫টার মধ্যে রুয়েটের নির্ধারিত ভর্তি পোর্টাল admission.ruet.ac.bd এ লগইন করে অনলাইন চয়েজ ফরম পূরণ করতে হবে। প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য সর্বোচ্চ ১৩টি বিভাগ পছন্দক্রম দিতে হবে। তবে স্থাপত্য বিভাগের ক্ষেত্রে পছন্দক্রম প্রদান করার প্রয়োজন নেই। নির্ধারিত সময়ের পর বিভাগ পছন্দক্রমে কোনো ধরনের পরিবর্তনের সুযোগ থাকবে না।

ভর্তি প্রক্রিয়ার প্রথম পর্যায়ে নির্বাচিত প্রার্থীদের আগামী ১৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রুয়েট ক্যাম্পাসে গেস্ট হাউজ এবং টিচার্স ডরমেটরিতে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এদিন ক গ্রুপে মেধাক্রম ১ থেকে ১ হাজার ২০০, খ গ্রুপে স্থাপত্য বিভাগের মেধাক্রম ১ থেকে ৩০ পর্যন্ত এবং আসন শূন্য থাকা সাপেক্ষে একই দিনে ক গ্রুপে মেধাক্রম ১ হাজার ২০১ থেকে ২ হাজার, খ গ্রুপে স্থাপত্য বিভাগের ৩১ থেকে ৫০ পর্যন্ত প্রার্থীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনের বিপরীতে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের ডাকা হয়েছে।

ভর্তির সময় প্রার্থীদের অনলাইনে পূরণকৃত ভর্তি ফরমের প্রিন্ট কপি, অনলাইনে পূরণকৃত প্রিন্টেড ভর্তি ফরমের কপি, মাধ্যমিক বা সমমান পরীক্ষার মূল সনদপত্র, মাধ্যমিক বা সমমান পরীক্ষার গ্রেড শিটের মূলকপি, শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার গ্রেড শিটের মূলকপি এবং সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার প্রশংসাপত্রের মূলকপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র যাচাই-বাছাই কমিটির নিকট জমা দিতে হবে।

ভর্তির একই দিনে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রতিষ্ঠিত ডায়াগনস্টিক সেন্টার থেকে করা ব্লাড গ্রুপ টেস্ট রিপোর্ট সঙ্গে রাখা বাধ্যতামূলক। স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য বিবেচিত হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ১৮ ফেব্রুয়ারি দুপুর ২টার মধ্যে বিভাগ প্রাপ্তির পর রুয়েট ক্যাম্পাসে অবস্থিত রূপালী ব্যাংক পিএলসি, রুয়েট শাখায় ভর্তি ফি বাবদ ১৮ হাজার ৫০০ টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। তবে কোনো প্রার্থী চাইলে ভর্তির দিনই নির্ধারিত ব্যাংকে ফি জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

এর আগে, গত ২২ জানুয়ারি রুয়েট ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ‘ক’ গ্রুপে মোট ১৫ হাজার ৫৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ৭০২ জন এবং ‘খ’ গ্রুপে ৪৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭৪ জন উত্তীর্ণ হন।