২৪ জানুয়ারি ২০২৬, ১৫:১৪

বেরোবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পরীক্ষা দিয়ে বের হচ্ছেন ভর্তিচ্ছুরা  © টিডিসি

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ‘বি’ (বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষাকেন্দ্রে মোট উপস্থিত পরীক্ষার্থীর হার ৯০.০৫%।

আজ শনিবার (২৪ জানুয়ারি) সকালে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আঞ্চলিক ৬টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে। বেলা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর কেন্দ্রে ৩ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা কেন্দ্রে মোট উপস্থিত পরীক্ষার্থীর হার ৯০.০৫%।

বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় উপাচার্য জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবগুলি ভর্তি পরীক্ষা বেরোবি কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কেন্দ্রে পরীক্ষার্থী উপস্থিতির হার সন্তোষজনক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন বেরোবি উপাচার্য।  

এ সময়  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল মাজেদ চৌধুরী, বেরোবি রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. মো. মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।