কুবির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু ২৫ জানুয়ারি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক (সম্মান) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীরা আগামী ২৫ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষার আগমুহূর্ত পর্যন্ত তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনকারীদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট https://cou.admission-aid.com-এ লগইন করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড না করলে পরীক্ষায় অংশগ্রহণে সমস্যা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তি পরীক্ষা-সংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট নোটিশের মাধ্যমে জানানো হবে।