২৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯

ঢাবি বিজ্ঞান ইউনিটের পরীক্ষার্থীদের সুবিধায় ৪ পদক্ষেপ

ঢাকা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার দিনে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে চার পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। বাড়ানো হয়েছে কেন্দ্রের সংখ্যাও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা।

শিক্ষার্থীদের সুবিধার্থে নেওয়া পদক্ষেপগুলো হলো- 
১. ঢাকার বাইরের যেসব শিক্ষার্থী বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করে ঢাকায় স্থানান্তর করেছে, তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুবিধার্থে ইতোমধ্যেই মিরপুর ও ফার্মগেট এলাকায় তিনটি অতিরিক্ত কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে।  শুধু অঞ্চল পরিবর্তন করা শিক্ষার্থীদের জন্য নতুন আসন বিন্যাস আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় প্রকাশ করা হবে। অন্য সব শিক্ষার্থীর সিটপ্ল্যান অপরিবর্তিত থাকবে।

২. পরীক্ষার্থীদের পূর্বের প্রবেশপত্র বহাল থাকবে বিধায় নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করা বাধ্যতামূলক নয়। তবে যাদের অঞ্চল পরিবর্তন হয়েছে, তারা পুনরায় প্রবেশপত্র ডাউনলোড করলে পরিবর্তিত পরীক্ষার অঞ্চল দেখতে পারবে। পরীক্ষার রোল ও সিরিয়াল নম্বর পূর্বেরটাই বহাল থাকবে। আগামী ২৫ ডিসেম্বর পুনরায় প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

আরও পড়ুন: ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সুযোগ শেষ আজ

৩. এমআইএসটি থেকে শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ ও সুবিধাজনক করতে মেট্রোরেলের সময় ব্যবধান কমানো হয়েছে। এদিন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত মেট্রোরেল চলাচল করবে। 

৪. ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে এমআইএসটি কর্তৃপক্ষ তাদের শুধু স্থাপত্য বিভাগের দ্বিতীয় পর্বের ২৭ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠেয় পরীক্ষাটি একদিন পিছিয়ে পরদিন ২৮ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত করার ব্যবস্থা করেছে।

তথ্যমতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এবার আবেদন পড়েছে ২ লাখ ৭১ হাজার ৯১০টি। এবার প্রতি আসনে লড়ছেন ৪৪ ভর্তিচ্ছু। বিজ্ঞান ইউনিটে সর্বোচ্চ ১ লাখ ১৪ হাজার ১০৩টি আবেদন পড়েছে। এ বিভাগে আসনপ্রতি আবেদন করেছেন ৬১ দশমিক ৬৪। ইউনিটটিতে মোট আসন ১ হাজার ৮৫১টি।