২২ ডিসেম্বর ২০২৫, ২০:৫৩

এমবিবিএস-বিডিএস ভর্তিচ্ছুদের যে নির্দেশনা দিল সলিমুল্লাহ মেডিকেল

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ  © সংগৃহীত ও সম্পাদিত

আগামী ৩০ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে বলে জানিয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি)। আজ সোমবার (২২ ডিসেম্বর) মেডিকেল অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে মনোনীত ছাত্র-ছাত্রীদের ভর্তি কার্যক্রম ৩০ ডিসেম্বর শুরু হয়ে ৬ ডিসেম্বর পর্যন্ত মেধাক্রম অনুযায়ী অনুষ্ঠিত হবে। ভর্তি কার্যক্রম নতুন ভবনে গ্যালারি-১ এ প্রতিদিন সকাল ৯.৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে।

এতে বলা হয়, মেধাক্রম অনুযায়ী ৫ জানুয়ারি পর্যন্ত ভর্তি হতে ব্যর্থ হলে অবশ্যই ৬ জানুয়ারি অফিস চলাকালীন সময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নির্বাচিত প্রত্যেক প্রার্থীকে নির্ধারিত তারিখে প্রয়োজনীয় কাগজপত্রসহ স্বয়ং উপস্থিত থাকতে হবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত প্রার্থীদের ক্ষেত্রে বৈধ মুক্তিযোদ্ধা সনদপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। এছাড়া ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে দ্বিতীয়বার মেডিকেলে ভর্তির সুযোগপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণের জন্য বর্তমান ভর্তিকৃত কলেজের অধ্যক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতিপত্র সাথে আনতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তির সময় প্রার্থীদের অনলাইনে আবেদনকৃত ফরমের Student Copy (রঙিন) এবং Admit Card (রঙিন), এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্টের মূল কপি ও মূল সনদপত্র, এইচএসসি বা সমমান পরীক্ষার পাশের মূল সনদপত্র বা টেস্টিমোনিয়াল এবং মূল রেজিস্ট্রেশন কার্ড জমা দিতে হবে। একই সঙ্গে নিজ জেলার বাসিন্দা হিসেবে সিটি কর্পোরেশনের মেয়র, পৌরসভার চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত মূল নাগরিক সনদপত্র দাখিল করতে হবে।

এছাড়া ভর্তির সময় সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে। পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চীফ ও জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র, অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চীফ বা জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্র প্রধান ও সংশ্লিষ্ট ডেপুটি কমিশনার কর্তৃক প্রদত্ত মূল সনদপত্র জমা দেওয়া আবশ্যক।