জাবির তিন ইউনিটের ফল প্রকাশের সময় জানা গেল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৫-২৬ শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা রবিবার (২১ ডিসেম্বর) সি ইউনিটের মধ্য দিয়ে শুরু হয়েছে। ইতোমধ্যে ‘সি’ ইউনিটভুক্ত কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদ ও ‘ই’ ইউনিটের অন্তর্ভুক্ত ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
আজ সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্বিবদ্যালয়ের একাধিক সূত্র জানায় ইতোমধ্যে যেসব ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে সেসব ইউনিটের ফলাফল আজ রাতের মধ্যেই প্রকাশ করা হবে।
এ বিষয়ে কলা ও মানবিকী অনুষদের ডীন বলেন, ‘আজ রাতের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে। আমরা কাজ করতেছি। আর দুই-তিন ঘন্টার মধ্যেই ফলাফল প্রকাশ করতে পারবো বলে আমরা আমরা আশা করছি।’
জাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন অধ্যাপক আবু সায়েফ মো. মুনতাকিমুল বারি চৌধুরী বলেন, ‘আজ রাতের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ।’
উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. মাহফুজুর রহমান বলেন, আমরা আশা করছি যেসব ইউনিটের ভর্তি পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে আজ রাতের মধ্যেই ফলাফল প্রকাশ করতে পারবো।