২২ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯

ঢাবির আইবিএ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাবির ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট ভবন  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (২২ ডিসেম্বর) ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। গত ৭ ডিসেম্বর প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ করার পর ১৭ ডিসেম্বর কমিউনিকেশন টেস্ট অনুষ্ঠিত হয়। 

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে জানানো হয়েছে, আইবিএ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা ওয়েবসাইটে লগইন করে অথবা টেলিটক, বাংলালিংক অথবা গ্রামীণ নম্বর থেকে DU IBA লিখে ১৬৩২১ একটি এসএমএস করে ফিরতি এসএমএসে ফলাফল জানতে পারবেন।

এর আগে শনিবার আইবিএ পরিচালক অধ্যাপক শাকিল হুদা আজ রবিবার (২১ ডিসেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘২৫ ডিসেম্বরের মধ্যেই আমরা ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করব বলে আগেই জানিয়ে দিয়েছি।’

আরও পড়ুন: চবির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় পেছাল

আইবিএর বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ২৮ নভেম্বর। আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯ হাজার ৫২টি। আসন প্রতি প্রায় ৭৯ দশমিক ৩৮টি আবেদন পড়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এবার আবেদন পড়ে ২ লাখ ৭১ হাজার ৯১০টি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আবেদন পড়েছিল ৩ লাখ ২৯ হাজার। সে হিসেবে প্রায় ৫৭ হাজার কম আবেদন পড়েছে। এবার প্রতি আসনে লড়ছেন ৪৪ ভর্তিচ্ছু।