১৪ ডিসেম্বর ২০২৫, ২১:৪৫

‘মেডিকেল ভর্তি পরীক্ষায় শ্রেষ্ঠ দুজনই মেডিকোর শিক্ষার্থী’

মেডিকো কোচিং থেকে সম্মাননা গ্রহণ করছেন প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করা দুই শিক্ষার্থী  © সংগৃহীত ও সম্পাদিত

২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করা দুজনই মেডিকেল ভর্তি প্রস্তুতি প্রতিষ্ঠান মেডিকোর শিক্ষার্থী। আজ রবিবার (১৪ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তথ্য বলছে, জাতীয় মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করা ঢাকা সরকারি বিজ্ঞান কলেজের প্রাক্তন ছাত্র জাহাঙ্গীর আলম শান্ত মেডিকো কোচিংয়ে ভর্তি প্রস্তুতি নেন। তার মেডিকো রোল নম্বর ২৫০১২৫৩৯। আর হলিক্রস কলেজের প্রাক্তন ছাত্রী তাসনিয়া তৌফিক নাবিহার মেডিকোর রোল নম্বর ২৫০৫৯২৯২।

মেডিকোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক ডা. জোবায়দুর রহমান জনি জানান, মূল বইভিত্তিক পরিকল্পিত পাঠক্রম, নিয়মিত পরীক্ষা ও শিক্ষার্থীবান্ধব পরিবেশের মাধ্যমে দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানটি মেডিকেল ভর্তি প্রস্তুতিতে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। চলতি বছরের ফলাফল সেই ধারাবাহিকতারই প্রতিফলন। জাতীয় পর্যায়ের এমন সাফল্য মেডিকেল শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হয়ে থাকবে।