১০ ডিসেম্বর ২০২৫, ১৩:০৩

চলতি শিক্ষাবর্ষেই পাঠদান শুরু নওগাঁ বিশ্ববিদ্যালয়ে, শিক্ষার্থী ভর্তি কীভাবে?

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি শুরু হচ্ছে  © টিডিসি সম্পাদিত

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত দুটি অনুষদের অধীনে দুই বিভাগ খোলার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। চলতি শিক্ষাবর্ষেই শিক্ষার্থী ভর্তি করা হবে বিশ্ববিদ্যালয়টিতে। তবে কীভাবে শিক্ষার্থী ভর্তি করা হবে, তা এখনও চূড়ান্ত করা হয়নি।

আইন ও বিজনেস স্টাডিজ অনুষদের অধীন বিভাগ দুটি চালুর অনুমতি দিয়েছে ইউজিসি। আজ বুধবার (১০ ডিসেম্বর) ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাছানাত আলী আজ দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘দুটি বিভাগ খোলার অনুমোদন দিয়েছে। এবারই শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে ভর্তি প্রক্রিয়া নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।’

তিনি বলেন, ‘ইউজিসি যেভাবে বলবে, আমরা সেভাবেই ভর্তি পরীক্ষা নেব। যদি গুচ্ছের অধীন যেতে বলে, আমরা যাব। যদি আলাদাভাবে নিতে বলে, তাহলে আমরা নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা নেব।’

এ বিষয়ে ১৯ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়ের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। সর্বশেষ মিটিংয়েও এটা নিয়ে আলোচনা হয়নি।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার বিষয়ে জানতে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ এবং অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসানের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তারা রিসিভ করেননি।

আরও পড়ুন: গুচ্ছ ভর্তির আবেদন শুরু আজ, সেকেন্ড টাইমেরও সুযোগ

ইউজিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ হতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে দুটি অনুষদের আওতাধীন দুটি বিভাগ খোলার অনুমোদন দেয়া হলো। বর্ণিত দুটি অনুষদের আওতাধীন দুটি বিভাগ হলো আইন অনুষদে আইন বিভাগ এবং বিজনেস স্টাডিজ অনুষদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগ।

শর্তাবলির মধ্যে রয়েছে-
১. ইউজিসি কর্তৃক গঠিত পরিদর্শন কমিটির (প্রযোজ্য ক্ষেত্রে) পরামর্শ অনুযায়ী বিভাগ চালু ও শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

২. নওগাঁ বিশ্ববিদ্যালয় আইন-২০২৩ অনুযায়ী শিক্ষার্থী ভর্তি ও অ্যাকাডেমিক কার্যক্রম চালু করার জন্য প্রয়োজনীয় কমিটি গঠনপূর্বক (যদি ইতোপূর্বে করা না হয়ে থাকে) কমিশনকে লিখিতভাবে অবহিত করতে হবে।

৩. আইন ও হিসাব বিজ্ঞান বিভাগের কারিকুলাম প্রস্তুত করে অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদনপূর্বক কমিশনকে লিখিতভাবে অবহিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন অনুসরণ করে এ সংক্রান্ত অন্যান্য সকল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।