ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল কত দিনের মধ্যে, জানালেন ডিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ঢাবি ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা গত শনিবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। ঢাবি ক্যাম্পাসসহ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষাটির ফলাফল কত দিনের মধ্যে প্রকাশ করা হবে সে বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানতে চাইলে আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) ড. মাহমুদ ওসমান ইমাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ফল প্রকাশের বিষয়টি খাতা মূল্যায়ন ও নম্বর প্রস্তুতসহ আরও নানা ধরনের কাজের ওপর নির্ভরশীল। আর নির্দেশিকা অনুযায়ী এ ফল এক মাসের ভেতরে প্রকাশ করার জন্য কাজ চলছে।
আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান ২ লাখ ৭২ হাজার শিক্ষার্থী
এবার, ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ৩৪ হাজার ৬২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছিলেন। এ ইউনিটে ১ হাজার ৫০টি আসনের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য ৯৫ এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন রয়েছে।