শাবিপ্রবির ভর্তি আবেদন শুরু, জেনে নিন খুঁটিনাটি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আজ সোমবার (৮ ডিসেম্বর) শুরু হওয়া এ প্রক্রিয়া চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। এ বছর ভর্তিতে ‘সেকেন্ড টাইম’ পরীক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকছে। তবে জন্য ৪ নম্বর কাটা যাবে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৮ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট https://admission.sust.edu.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে। আবেদনকারী অনলাইনে আবেদন পূরণকালীন সময়ে ফি Confirm (নিশ্চিতকরণ) করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য Admit card ডাউনলোড করতে পারবে।
আবেদন করার নিয়ম, বিস্তারিত তথ্য, আবেদন ফি এবং জমা দেয়ার পদ্ধতি ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে। গত মঙ্গলবার (২ ডিসেম্বর) ভর্তি নির্দেশিকা প্রকাশ করা হয়।
নির্দেশিকায় বলা হয়েছে, ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর (৮০ এর মধ্যে), ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীর ক্ষেত্রে এইচএসসি এবং এসএসসিতে প্রাপ্ত জিপিএ- এর যোগফল কে ২ দ্বারা এবং ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীর ক্ষেত্রে ১.৬ দ্বারা গুন করে সর্বমোট ১০০ নম্বরের মধ্যে একজন প্রার্থীর প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হবে।
নির্দেশিকা অনুযায়ী, এ বছর ১৫৬৬ আসনে ভর্তি নেবে শাবিপ্রবি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৯৮৫ ও ‘বি’ ইউনিটে ৫৮১ আসন। এছাড়া পাঁচ ধরনের কোটায় অতিরিক্ত ৭৭টি আসন সংরক্ষিত রাখা হয়েছে। এগুলোর মধ্যে ‘এথনিক মেরিট অ্যালোকেশনে ২৮টি, ডিজেবিলিটি মেরিট অ্যালোকেশনে ১৪টি, টি-লেবার মেরিট অ্যালোকেশনে ৫টি, স্পোর্টস মেরিট অ্যালোকেশনে ১০টি ও সাস্ট কমিউনিটি মেরিট অ্যালোকেশনে ২০টি আসন।
ভর্তি পরীক্ষা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), সিলেট এবং সিলেট শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকার নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকার কেন্দ্রগুলোতে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক আবেদনকারী দ্বারা আসন সংখ্যা পূরণ হয়ে গেলে ঢাকায় কেন্দ্র পছন্দ করার সুযোগ আর থাকবে না।
আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের জিও জারি, বাড়ল বাড়ি ভাড়া
সিলেট শহরের কেন্দ্রগুলোয় আসন সংখ্যা উন্মুক্ত থাকবে। এছাড়া আর্কিটেকচার (ARC) বিভাগে ভর্তি ইচ্ছুক এ-ইউনিটের পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
আবেদন যোগ্যতা
২০২৪ অথবা ২০২৫ সালের এইচএসসি (সাধারণ/কারিগরি)/আলিম/ডিপ্লোমা-ইন-কমার্স/সমমান এবং ২০২২ অথবা ২০২৩ সালের এসএসসি (সাধারণ/কারিগরি)/দাখিল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ‘এ’ ইউনিট- এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৩.০ সহ মোট জিপিএ ৬.৫ থাকতে হবে। এইচএসসিতে গণিতে কমপক্ষে জিপিএ ৩.০ (‘এ’ লেভেলে সি-গ্রেড) প্রয়োজন।
‘বি’ ইউনিট- বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ সহ মোট ৬.০ থাকতে হবে। এছাড়া ডিপ্লোম-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০২০ অথবা ২০২১ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। জিসিইর ক্ষেত্রে IGCSE (ও-লেভেল) এ কমপক্ষে দুটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ পাঁচটি বিষয়ে পাশ এবং IAL (এ-লেভেল)-এ কমপক্ষে একটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ তিনটি বিষয়ে পাস থাকতে হবে।
ভর্তি পরীক্ষার সময়সূচি: ‘এ’ ইউনিট: ১৩ জানুয়ারি, বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা; ‘বি’ ইউনিট: ১৪ জানুয়ারি, বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা।
আবেদন ফি: এ-১ (বিজ্ঞান) ইউনিট ১ হাজার ২৫০ টাকা; এ-২ (আর্কিটেকচার) ১ হাজার ৪০০ এবং ‘বি’ ইউনিট ১ হাজার ২০০ টাকা।