০৭ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন ছাড়াল ১ লাখ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন চলছে। গত ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে আবেদন, যা শেষ হবে আগামী ১৫ ডিসেম্বর। রবিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার সময় পর্যন্ত আবেদন পড়েছে ১ লাখ ৪ হাজার ৬৮৮টি।

রবিবার (৭ ডিসেম্বর) ভর্তি কমিটির সদস্যসচিব এস এম আকবর হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে সর্বাধিক ৪৫ হাজার ৮৬ শিক্ষার্থী আবেদন করেছেন। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ২৮ হাজার ৮৯৬ জন ভর্তিচ্ছু। ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ‘সি’ ইউনিটে এখন পর্যন্ত মোট ৬ হাজার ৫০০ জন এবং  সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে আবেদন করেছেন ২১ হাজার ৭৫১ জন শিক্ষার্থী। এ ছাড়া বি-১ উপ-ইউনিটে আবেদন পড়েছে ৫৪৬টি, বি-২ উপ-ইউনিটে আবেদন জমা পড়েছে ১ হাজার ৫১১টি এবং ডি-১ উপ-ইউনিটে আবেদনকারীর সংখ্যা ৩৯৮ জন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে।