মেডিকেল ভর্তিচ্ছুদের প্রবেশপত্র ডাউনলোড শুরু
দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে।
আজ রবিবার (২০ মার্চ) সকাল থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন। প্রবেশপত্র ডাউনলোডের শেষ তারিখ ৯ ডিসেম্বর। ভর্তিচ্ছুরা ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
পরীক্ষাটি আগামী ১২ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে, ২১ নভেম্বর দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি আবেদনের শেষ দিন ছিল। এবার ১ লাখ ২২ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন ফি জমা দিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শুক্রবার (২২ নভেম্বর) রাত ৮টায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, ‘এখন পর্যন্ত এক লাখ ২২ হাজার ৫২১ জন ভর্তিচ্ছু আবেদন ফি জমা দিয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে।’