০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শেষ রাতে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক সম্মান ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া আজ রবিবার (৭ ডিসেম্বর) শেষ হচ্ছে। রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এবার এ, বি, সি, সি১, ডি, ই-ইউনিট এবং আইবি-জেইউতে ভর্তি নেওয়া হবে। এ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট ১ হাজার ৮৪২ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।
আরও পড়ুন: সেন্ট্রাল ইউনির্ভাসিটির স্কুলিং মডেল বিরোধীতা করে ৩ কলেজ উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের বিক্ষোভ
অ্যাকাডেমিক ছুটির দিন ব্যতীত আগামী ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। আবেদন সম্পন্ন হলে ভর্তি পরীক্ষার আসন বণ্টন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানা গেছে।