১৬ নভেম্বর ২০২৫, ০৮:৫৮

হাবিপ্রবির ভর্তি আবেদন শুরু আজ, জেনে নিন খুঁটিনাটি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি আবেদন আজ রবিবার (১৬ নভেম্বর শুরু হচ্ছে। আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত এ প্রক্রিয়া চলবে। এ বছর বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটে মোট ১ হাজার ৭৯৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৬ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ‘এ’ ইউনিটের (এগ্রিকালচার ও ভেটেরিনারি) বিএসসি (অনার্স) এগ্রিকালচার ৩৭৫, ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ৮০, বিএসসি (অনার্স) ফিশারিজ ৮০টিসহ মোট আসন ৫৩৫টি।

‘বি’ ইউনিটে (ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞান অনুষদ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ৬০, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ৬০, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ৬০, ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং ৬০, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং ৬০, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ৫০, সিভিল ইঞ্জিনিয়ারিং ৫০, ব্যাচেলর অব আর্কিটেকচার ৩০, গণিত (বিএসসি অনার্স) ৮০, পরিসংখ্যান ৮০, রসায়ন ৭৫, পদার্থবিজ্ঞান ৭৫টিসহ মোট আসন ৭৪০টি।

‘সি’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) বিবিএ ইন অ্যাকাউন্টিং ৭০, বিবিএ ইন ম্যানেজমেন্ট ৭০, বিবিএ ইন মার্কেটিং ৭০, বিবিএ ইন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ৭০টিসহ মোট আসন ২৮০টি। ‘ডি’ ইউনিটে (সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদ) ইংরেজি ৭০, অর্থনীতি ৭০, সমাজবিজ্ঞান ৬০, ডেভেলপমেন্ট স্টাডিজ ৪০টিসহ মোট আসন ২৪০টি।

আরও পড়ুন: এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল আজ, দেখবেন যেভাবে

আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট https://hstu.ac.bd/admission/index -এর মাধ্যমে। প্রতি ইউনিটের জন্য ১ হাজার টাকা ফি। আর্কিটেকচার বিভাগে আবেদনকারীদের অতিরিক্ত ২০০ টাকা দিতে হবে (মোট ১ হাজার ২০০ টাকা)। আবেদনের সময়সীমা ১৬ নভেম্বর ২০২৪ বিকেল ৪টা থেকে ১৭ ডিসেম্বর ২০২৪ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এ ছাড়া বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে।