২৮ অক্টোবর ২০২৫, ১৭:৫২

এবারও কৃষি গুচ্ছে থাকছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

এবারও কৃষি গুচ্ছের আওতায় বাকৃবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে  © সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এবারও থাকছে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার আওতায়। গুচ্ছ পদ্ধতি থেকে বের হওয়ার আলোচনা থাকলেও শেষ পর্যন্ত ২০২৫-২৬ শিক্ষাবর্ষেও বাকৃবি গুচ্ছের মাধ্যমেই ভর্তি পরীক্ষায় অংশ নেবে। অর্থাৎ আগের বছরের মতোই কৃষি গুচ্ছের আওতায় বাকৃবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বাকৃবি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যসচিব কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন।

তিনি বলেন, ‘এবারও গুচ্ছ পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কৃষি গুচ্ছে থাকার বিষয়ে আজ সরকারি নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণের দুর্ভোগ কমাতে এবং সরকারের সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে আমরা গুচ্ছ পদ্ধতির মাধ্যমেই ভর্তি পরীক্ষায় অংশ নেব।’

এর আগে ২০২৪-২৫ ভর্তি পরীক্ষা চলাকালীন বাকৃবি উপাচার্য বলেছিলেন, ‘বাকৃবির নেতৃত্বে আগামী পাঁচ বছর টানা কৃষিগুচ্ছ পরীক্ষা হলেই কেবল গুচ্ছতে থাকব। অন্যথায় বাকৃবি স্বতন্ত্র পরীক্ষা নেবে।’

তারও আগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কক্ষ পরিদর্শন শেষে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছিলেন, ‘এই প্রতিষ্ঠান থেকে উচ্চ শিক্ষিত জনশক্তি তৈরি হবে, যা দেশের কৃষি খাতকে আরও শক্তিশালী করবে। বাকৃবির স্বতন্ত্রতা ও আদর্শকে বজায় রাখতে আমরা গুচ্ছ থেকে বের হয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করব।’

বিভিন্ন সময় বাকৃবির শিক্ষক-শিক্ষার্থীরাও গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে আসার দাবি জানিয়ে আসছেন। কারণ হিসেবে তাঁরা উল্লেখ করেছেন—গুচ্ছ পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া জটিল, কেন্দ্রীয় সমন্বয় দুর্বল, এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মানদণ্ড যথাযথভাবে প্রতিফলিত হয় না। যদিও ২০১৯ সালে বাকৃবির উদ্যোগেই কৃষি গুচ্ছ পদ্ধতির যাত্রা শুরু হয় পরীক্ষার্থীদের সুবিধা দিতে, সময়ের সঙ্গে সঙ্গে এটি নিয়ে সুবিধার চেয়ে বিতর্ক ও সমালোচনার জন্ম নিয়েছে।

আরও পড়ুন: অধ্যক্ষ-প্রধান শিক্ষক ও প্রভাষকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে পরিপত্র জারি

বিগত ভর্তি পরীক্ষার অভিজ্ঞতা বিবেচনায় বর্তমানে অধিকাংশ শিক্ষক ও শিক্ষার্থী গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার পক্ষে মত দিয়েছেন। তবে আপাতত সরকারি সিদ্ধান্ত ও জনস্বার্থ বিবেচনায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষেও বাকৃবি গুচ্ছ পদ্ধতির আওতায়ই ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে।

কৃষি গুচ্ছের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।