একসঙ্গে একইদিনে হবে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা একইদিনে একইসঙ্গে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১২ ডিসেম্বর এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ সোমবার (১৩ অক্টোবর) দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর।
জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘গতকাল আমাদের একটি সভা ছিল। সভায় মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা একইদিনে একসঙ্গে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। একই প্রশ্নে পরীক্ষা হবে।'
মেধাতালিকা কিংবা খাতা মূল্যায়ন কীভাবে হবে, এমন প্রশ্নের জবাবে আরও বলেন, ‘এ বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি। আমরা আরেকটি সভা করব। ওই সভায় এ বিষয়গুলো চূড়ান্ত করা হবে।'
আরও পড়ুন: মেডিকেল আমলে নিয়ে পরিবর্তন আসতে পারে ঢাবির ভর্তি পরীক্ষায়
এর আগে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়। আগামী ১২ ডিসেম্বর সারা দেশে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গত ৬ অক্টোবর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনানুষ্ঠানিক এক সভায় এ তারিখ চূড়ান্ত করা হয়।
এ ছাড়া দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ডেন্টাল ভর্তি পরীক্ষা ২০২৬ সালের ৯ জানুয়ারির মধ্যে আয়োজন করা হতে পারে বলে জানানো হয়েছিল। মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে এ পরীক্ষা আয়োজন করা হবে জানিয়েছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।