ঢাবিতে ‘সেকেন্ড টাইম’ ভর্তি পরীক্ষা চালুর দাবিতে নতুন কর্মসূচি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ ফের চালু রাখার দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি পালন করবেন তারা। সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে তারা লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম পুনর্বহালের লক্ষ্যে বৃহত্তর কর্মসূচিতে দলে দলে যোগ দিন। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পুনর্বহালের লক্ষ্যে আগামী মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সবাইকে রাজু ভাস্কর্যের সামনে বৃহত্তর কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান করা হলো।
এর আগে, চলতি বছরের ২৮ নভেম্বর ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বৈঠকে বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এতে বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন। আগামী রবিবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ডিনস কমিটির সভায় নেওয়া ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ অনুযায়ী, আগামী নভেম্বরের শুরুতে এবারের শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে জন্য অনলাইনে আবেদন শুরু হবে। আগামী ২৮ নভেম্বর আইবিএ ইউনিট, ২৯ নভেম্বর চারুকলা ইউনিট, ৬ ডিসেম্বর ব্যবসা শিক্ষা ইউনিট, ১৩ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট এবং ২০ ডিসেম্বর কলা, সামাজিক বিজ্ঞান ও আইন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।