বের হওয়া ৫ বিশ্ববিদ্যালয় গুচ্ছে যুক্ত নিয়ে যা জানা গেল
আগামী ২০২৫-২৬ স্নাতক (সম্মান) প্রথম বর্ষে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় যুক্ত হওয়ার বিষয়ে আলোচনায় রয়েছে বেরিয়ে যাওয়া পাচঁ বিশ্ববিদ্যালয়ের। ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ দ্য ডেইলি ক্যাম্পাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান।
তিনি বলেন, এবার ১৯টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়েছে। ইউজিসি এবং মন্ত্রণালয় চায় গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়া বাকি ৫টি বিশ্ববিদ্যালয়ও আবার গুচ্ছের আওতায় আসুক। তারা আমাকে জানিয়েছেন, আর এই বিষয়ে একটা মিটিং ডাকবে।
তিনি আরও বলেন, চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং এ নিয়ে খুব শিগগিরই একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় বেরিয়ে যায় পাঁচ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলো হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়।
প্রসঙ্গত, বর্তমানে সারা দেশে ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও ১১৪টি অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ৮৮১টি কলেজে স্নাতক (সম্মান) পড়ানো হয়। এ ছাড়া ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন মাদ্রাসা এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও রাজধানীর সাতটি বড় সরকারি কলেজে (ঢাকা সেন্ট্রাল ইউনিভাসিটি) উচ্চশিক্ষায় পড়ানো হয়।