২৫ আগস্ট ২০২৫, ১৮:১২

কুবিতে স্বতন্ত্র ভর্তি পরীক্ষায় পূর্ণ হলো সব আসন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

চার বছর পর গুচ্ছ থেকে বের হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়া হয়। অন্যান্য বছরে আসন ফাঁকা থাকলেও এবারেই পূর্ণ হয়েছে সবগুলো আসন। দ্য ডেইলি ক্যাম্পাসকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) আনোয়ার হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সর্বমোট আসন সংখ্যা হলো ১ হাজার ৯৯টি। যার মধ্যে ’এ’ ইউনিটে ৩৫০টি, ’বি’ ইউনিটে ৪৪০টি এবং ’সি’ ইউনিটে ২৪০টি আসন রয়েছে। 

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি শাকিল আহমেদ সবুজ বলেন, ‘গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়া খুবই ভালো একটি সিদ্ধান্ত ছিল। আসলে একটি বিশ্ববিদ্যালয় যখন কারো অধীনে থাকে তখন সেটার স্বতন্ত্রতা থাকে না। গুচ্ছের কারণে এত বছর অনেকগুলো আসন ফাঁকা থাকতো কিন্তু এ বছর সবগুলো আসন পূর্ণ হয়েছে। 

তিনি আরও বলেন, স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেয়ার কারণে শিক্ষার্থীদের কাছে একটি মেসেজ পৌঁছেছে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এবিলিটি আছে এবং এটা বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। গুচ্ছের কারণে কুবি ধীরে ধীরে আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হচ্ছিল। একটি বিশ্ববিদ্যালয়ে যদি ডাইভার্সিটি না থাকে তাহলে সেটা বিশ্ববিদ্যালয় থাকে না। এবার দেখা গেছে দেশের সবগুলো অঞ্চলের শিক্ষার্থীদের আগমন ঘটেছে এবং অঙ্গ-সংগঠনগুলোতেও ভালো কাজ হচ্ছে।’

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. সোহরাব উদ্দিন বলেন, ‘গুচ্ছ থেকে বের হওয়ার সিদ্ধান্তটা ভালো হয়েছে বলে মনে করি। একটি বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষ সাধনের জন্য স্বতন্ত্রতা থাকা খুবই প্রয়োজন। গুচ্ছের ফলে বিশ্ববিদ্যালয়টি একটি লোকাল ইন্সটিটিউশনে পরিণত হয়েছিল। অনেক বছর পরে আমাদের বিশ্ববিদ্যালয়ের সবগুলো আসন পূর্ণ হয়েছে। সবগুলো অঞ্চল থেকে শিক্ষার্থীরা নিজেদের চয়েজ অনুযায়ী এখানে ভর্তি হয়েছে। আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কালচারাল ডাইভার্সিটি, মেধার মূল্যায়ন ও সোশ্যাল রিলেশন খুবই প্রয়োজন। আমার মনে হয় এই সিদ্ধান্তের ফলে সামনের দিনগুলোতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আরও বেশি বিকশিত হবে।’

রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) আনোয়ার হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের ভর্তির জন্য এবার আমাদের সবগুলো আসন পূর্ণ হয়েছে। দুই-একজনের ভর্তি বাতিল ছাড়া আর কোনো আসন খালি নেই।’