গুচ্ছের বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধ, বিষয়ের সুযোগ একদিন
২০২৪-২৫ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনের সুযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আগামীকাল সোমবার (১৯ আগস্ট) পর্যন্ত অভ্যন্তরীণ বিষয় মাইগ্রেশন চলবে। ১৯ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির সিদ্ধান্ত মোতাবেক ভর্তিকৃত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনের আর কোন সুযোগ নেই। ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিষয় পছন্দক্রম অনুসারে মেধাক্রমের ভিত্তিতে স্বয়ক্রিয়ভাবে সাবজেক্ট মাইগ্রেশনের সুযোগ বিদ্যমান রয়েছে।
স্বয়ক্রিয় সাবজেক্ট মাইগ্রেশন বন্ধ করতে চাইলে সোমবার (১৯ আগস্ট) রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে Stop All Migration সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন: ডাকসু নির্বাচনে জুলাই আহত সেই তন্বীর পদে লড়বেন না বাগছাসের কেউ
মাইগ্রেশন সংক্রান্ত বিষয়সমূহ বিশেষভাবে লক্ষ্যনীয়: কোনও একটি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিভাগে ভর্তি থাকা অবস্থায় Stop All Migration সম্পন্ন করলে সে বিভাগ ব্যতীত অন্য কোনও বিশ্ববিদ্যালয়ের কোনও বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে না।
অন্যদিকে Stop University Migration সম্পন্ন করলে বর্তমানে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে পছন্দক্রমের বিভাগসমূহ ব্যতীত অন্য কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবেন না। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।