০৩ আগস্ট ২০২৫, ১০:৫৫

কৃষি গুচ্ছের শূন্য আসনের ১০ গুণ শিক্ষার্থীর তালিকা প্রকাশ, ভর্তির তারিখ পরিবর্তন

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা  © ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার অপেক্ষমান তালিকা থেকে অনলাইনে ভর্তি নিশ্চায়ন ফি জমা দেওয়ার জন্য শূন্য আসনের ১০ গুণ ছাত্র-ছাত্রীর তালিকা প্রকাশ করা হয়েছে। শনিবার (২ আগস্ট) ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। একইসঙ্গে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি সংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩১ জুলাইয়ের মধ্যে ভর্তি ফি-এর প্রথম অংশ জমা দেয়ার পর আসন শূন্য থাকায় পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির তারিখ পরিবর্তন করা হয়েছে। অপেক্ষমান তালিকা থেকে শূন্য আসনের ১০ গুন ছাত্র-ছাত্রীর ফলাফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে যে সকল ছাত্র-ছাত্রী ভর্তির আগ্রহ প্রকাশ করবে তাদেরকে অনলাইনে রিপোর্ট করে ভর্তি ফি এর প্রথম অংশ ১০ হাজার টাকা ২ থেকে ৫ আগস্টের মধ্যে।

শূন্য আসনের ১০ গুণ ছাত্র-ছাত্রীর ফলাফল প্রকাশের কারনে যদি শূন্য আসনের চেয়ে বেশি সংখ্যক ছাত্র-ছাত্রী টাকা জমা দেয় এবং তাদের ভর্তির জন্য ডাকা সম্ভব না হয়, তবে তাদেরকে পরবর্তীতে যে মোবাইল নম্বর থেকে টাকা জমা দিয়েছে সেই মোবাইল নম্বরে জমা দেয়া টাকা ফেরত দেওয়া হবে। SSL Commerce টাকা ফেরত দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। যাদের ভর্তির জন্য ডাকা হবে, ভর্তি না হলেও তাদের টাকা ফেরত দেওয়া হবে না।

আরও পড়ুন: গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি শুরু আজ

অনলাইনে রিপোর্ট করে ভর্তি ফি এর প্রথম অংশ ১০ হাজার টাকা মাত্র জমা দেয়া ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ফলাফল (শূন্য আসনের সমসংখ্যক) প্ৰকাশ করা হবে ৬ আগস্ট। এ ফলাফল ২ আগস্ট প্রকাশের কথা ছিল।

ভর্তির সুযোগ পাওয়া ছাত্র-ছাত্রীকে প্রাপ্ত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ওই বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য ভর্তি ফির সঙ্গে পূর্বে জমাকৃত ১০ হাজার টাকা (অফেরতযোগ্য) সমন্বয় করা এবং মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও কোটা ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে) জমা  দিয়ে ভর্তির কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন করতে হবে। 

এর কোনো ব্যত্যয় হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে। ৬ ও ৭ আগস্টের পরিবর্তে ১০ ও ১১ আগস্ট এ কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।