২৮ জুলাই ২০২৫, ১০:০১

সরকারি হোমিওপ্যাথিক মেডিকেলে আসন শূন্য, অপেক্ষমান থেকে নির্বাচিতদের তালিকা প্রকাশ

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর  © সম্পাদিত

সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএইচএমএস কোর্সে ভর্তির জন্য আসন শূন্য রয়েছে। এ জন্য প্রথম দফায় অপেক্ষমান তালিকা থেকে নির্বাচিতদের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তাদের মঙ্গলবার (২৯ জুলাই) থেকে ৭ আগস্টের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ বিএইচএমএস (ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি) কোর্সে মেধা ও পছন্দ ও আসন শুন্য রয়েছে। প্রথম দফায় ভর্তির পর ১৫ জন ছাত্র-ছাত্রীকে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ভর্তির জন্যে নির্বাচিত করা হলো। 

আরও পড়ুন: ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশে বিলম্ব হতে পারে

ভর্তির তারিখ ২৯ জুলাই হতে ৭ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নির্বাচিত ছাত্র-ছাত্রীরা সংশ্লিষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষের অফিসে ভর্তির ব্যাপারে যোগাযোগ করবেন। ফলাফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট যথাক্রমে www.dgme.gov.bd ও www.dghs.gov.bd -হতে জানা যাবে।

অধিদপ্তরের প্রকাশিত ভর্তির বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।