ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, সেরা দশের ৯ জনই ছেলে
আজ শনিবার (১৪ জুন) ২০২৫ সালের সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার (ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা নিট) ফলাফল ঘোষণা করা হয়েছে। ১২ লাখ ৩৬ হাজারের বেশি পরীক্ষার্থী এই মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় পাশ করেছেন। উত্তীর্ণ হওয়া প্রার্থীরা ডাক্তারিতে ভর্তি হতে পারবেন। এবারের পরীক্ষায় প্রথম হয়েছেন মহেশ কুমার। রাজস্থানের এই পড়ুয়ার পার্সেন্টাইল হল ৯৯.৯৯৯৯৫৪৭।
তাছাড়া প্রথম দশের মধ্যে ৯ জনই ছেলে। প্রথম দশের মধ্যে সবচেয়ে বেশি তিনজন আছেন দিল্লির। মহারাষ্ট্র এবং গুজরাটের দুজন করে পড়ুয়া প্রথম দশে জায়গা করে নিয়েছেন। তাছাড়া রাজস্থান, মধ্যপ্রদেশ এবং পাঞ্জাবের একজন করে পড়ুয়া প্রথম দশে ঠাঁই পেয়েছেন।
নিটের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তীর্ণদের মধ্যে ছাত্র সংখ্যা ৫ লাখ ১৪ হাজার ৬৩ এবং ছাত্রীর সংখ্যা ৭ লাখ ২২ হাজার ৪৬২ এবং তৃতীয় লিঙ্গের ৬ জন।
মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন দিল্লির অভিকা আগরওয়াল। তার সর্বভারতীয় র্যাঙ্ক পঞ্চম। মেয়েদের মধ্যে দ্বিতীয় হয়েছেন দিল্লির আশি সিং। সার্বিকভাবে তার র্যাঙ্ক ১২।
এই পরীক্ষায় রাজ্যভিত্তিক উত্তীর্ণদের সংখ্যার নিরিখে প্রথম উত্তরপ্রদেশ এবং দ্বিতীয় মহারাষ্ট্র। বাংলা থেকে প্রথম ২০-র মধ্যে স্থান করে নিয়েছেন ২ জন। ১৬তম স্থানে রয়েছেন রচিত সিং চৌধুরী এবং ২০-তে রয়েছেন রূপায়ণ পাল।
নিট পরীক্ষায় টপারদের তালিকা
প্রথম: মহেশ কুমার, রাজস্থান; দ্বিতীয়: উৎকর্ষ আওধিয়া, মধ্যপ্রদেশ; তৃতীয়: কৃষাঙ্গ জোশী, মহারাষ্ট্র; চতুর্থ: মৃণাল কিশোর ঝা, দিল্লি; পঞ্চম: অভিকা আগরওয়াল, দিল্লি; ষষ্ঠ: জেনিল বিনোদভাই ভায়ানিস, গুজরাট; সপ্তম: কেশব মিত্তল, পঞ্জাব; অষ্টম: চিরাগ ঝা, গুজরাট; নবম: হর্ষ কেদাওয়াত, দিল্লি এবং দশম: আরব আগরওয়াল, মহারাষ্ট্র।
নিট হলো ব্যাচেলর অব মেডিসিন এবং ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস), ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস), ব্যাচেলর অব আয়ুর্বেদ, মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএএমএস), ব্যাচেলর অব সিদ্ধ মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএসএমএস), ব্যাচেলর অব ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি (বিইউএমএস) ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএইচএমএস) এবং নার্সিং বিএসসি (এইচ) কোর্সে ভর্তির জন্য পরীক্ষা।
নিট পরীক্ষা কী
ভারতে এমবিবিএস, বিডিএস কোর্সে পড়তে নিট পরীক্ষায় পাস করা বাধ্যতামূলক। নিট সর্বভারতীয় স্তরে আয়োজন করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। প্রতিবছর প্রায় ৫০০ কলেজে ভর্তির জন্য সর্বভারতীয় স্তরে এই প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়।
নিটের যোগ্যতা কী
নিটে পরীক্ষা দিতে হলে প্রার্থীকে দশম ও দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে হবে। পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়গুলো থাকা বাধ্যতামূলক। একই সঙ্গে ওই বিষয়গুলোয় ন্যূনতম ৫০ থেকে ৮০ শতাংশ নম্বর না থাকলে নিট পরীক্ষা দেওয়ার আবেদনের সুযোগ থাকে না।
ন্যূনতম বয়স কত
নিট পরীক্ষা দিতে প্রার্থীর বয়স কমপক্ষে ১৭ বছর হতে হবে। এ পরীক্ষা দিতে বয়সের ঊর্ধ্বসীমা নেই।
নিট পরীক্ষা কোন কোন ভাষায় যায়
নিট পরীক্ষা দিতে ইংরেজিতে দক্ষতা থাকা প্রয়োজন। তবে ইংরেজি ছাড়াও হিন্দিসহ আরও ১১টি ভাষায় দেওয়া যায় নিট পরীক্ষা। বাংলা, অসমিয়া, গুজরাটি, মালয়ালম, কন্নড়, মারাঠি, ওডিশি, তামিল, তেলেগু, উর্দু ও পাঞ্জাবি ভাষাতেও নিটে অংশগ্রহণ করা যায়।