০৩ জুন ২০২৫, ০৮:১৫

গুচ্ছের পছন্দক্রম ও ভর্তি আবেদনের সুযোগ দু’দিন, বিশেষায়িত বিষয়ে ফি ৩০০

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা  © ফাইল ছবি

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যোলয়ের স্নাতক প্রথম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষার বিভাগ পছন্দক্রম প্রদানসহ ভর্তির আবেদনের জন্য আর দু’দিন সময় পাবেন ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা। আগামী ৫ জুনের মধ্যে তাদের এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। গত ২৯ মে এ আবেদন শুরু হয়েছে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য ৫০০ টাকা ফি দিতে হবে। আর বিশেষায়িত বিষয়ের আবেদন ফি ৩০০ টাকা।

গুচ্ছ ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিভাগ পছন্দক্রম প্রদানসহ ভর্তির আবেদন ২৯ মে বিকেল ৫টা হতে ৫ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন সম্পন্ন করা যাবে। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শর্তানুযায়ী, কোনও আবেদনকারী তার ভর্তিযোগ্য বিভাগের জন্য বিবেচিত হবে। 

আরও পড়ুন: ৮০ শতাংশের কম উপস্থিতি হলে পরীক্ষা দিতে পারবে না পলিটেকনিক শিক্ষার্থীরা

প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ফি ৫০০ টাকা। বিশেষায়িত বিষয়সমূহ যেমন- চারুকলা, সংগীত, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা, ফিল্ম এন্ড মিডিয়া এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিষয়ে আলাদা করে আবেদনের প্রয়োজন নাই। বিভাগ পছন্দক্রমে বিষয়গুলো অন্তর্ভুক্ত করলেই আবেদন সম্পন্ন হবে। 

সেক্ষেত্রে প্রতিটি বিশেষায়িত বিষয়ের আবেদন ফি হিসাবে ৩০০ টাকা যুক্ত হবে। বিশেষায়িত বিষয়গুলোর পরীক্ষার তারিখসহ বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে বলে জানানো হয়েছে।