সাত কলেজের ভর্তি পরীক্ষার তারিখ শিগগিরই, কমতে পারে আসন
রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে ঘোষিত অন্তর্বর্তী প্রশাসনের অধীন ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা হতে পারে আজ মঙ্গলবার (২৭ মে)। একইসঙ্গে কলেজগুলোর বিভিন্ন বিষয়ে আসনসংখ্যা কমানো নিয়েও সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসনের কার্যক্রম মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সম্মেলন কক্ষে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই ভর্তি পরীক্ষা ও আসনসংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।
সূত্রটি আরও জানায়, বৈঠকে মূলত তিনটি বিষয়কে প্রাধান্য দেওয়া হবে— নতুন শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ, মাস্টাররোলে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা, সাত কলেজের প্রশাসনিক কাঠামো ও ভবিষ্যৎ কার্যপ্রণালী নির্ধারণ।
আরও পড়ুন: গবেষণায় ১ হাজার ২২৪ কোটি টাকা পাচ্ছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা
একজন কর্মকর্তা বলেন, ‘আমরা দ্রুত ভর্তি কার্যক্রম শুরু করতে চাই। অনেক দেরি হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এবারের ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এছাড়া মাস্টাররোলে নিয়োগপ্রাপ্তদের মধ্যে যে অনিশ্চয়তা বিরাজ করছে, তা নিরসনেও আজকের সভায় সিদ্ধান্ত আসতে পারে।’
এদিকে অন্তর্বর্তী প্রশাসনের প্রথম সভায় ইউজিসির নীতিনির্ধারক কর্মকর্তা, সাত কলেজের অধ্যক্ষবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির প্রতিনিধিরা উপস্থিত থাকার কথা রয়েছে।