কৃষি গুচ্ছের শূন্য ৬৪ আসন পূরণে মেধাতালিকা প্রকাশ
কৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) বা স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য ৬৪টি আসন শূন্য রয়েছে। এসব আসন পূরণের জন্য অপেক্ষমান তালিকায় থাকা ভর্তিচ্ছুদের মেধাক্রম অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি বা বিষয় পছন্দক্রম অনুসারে ফলাফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দুটি বিশ্ববিদ্যালয়ের এসব শূন্য আসনে ভর্তি নেওয়া হবে। এতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) বা স্নাতক শ্রেণির কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার তৃতীয় অটোমাইগ্রেশন শেষ করার পর আসন শূন্য রয়েছে।
এসব আসনের জন্য অপেক্ষমান তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি বা বিষয় পছন্দক্রম অনুসারে ফলাফল প্রকাশ। মেধাতালিকা দেখুন এখানে।
আরও পড়ুন: শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিলের প্রজ্ঞাপন কবে—জানাল মন্ত্রণালয়
এর আগে গত ১৫ মে প্রকাশিত তালিকা অনুযায়ী তিনটি বিশ্ববিদ্যালয়ে ১২৭টি আসন শূন্য ছিল। ভর্তির পর হবিগঞ্জ ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে শূন্য থাকা ৬৪ আসনে ভর্তি নেওয়া হবে। এবার দেশের ৯টি পরীক্ষা কেন্দ্রে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিস্তারিত দেখুন ওয়েবসাইটে।