ভর্তিচ্ছু শিক্ষার্থীর কাছে ১১ নম্বর পাবে গুচ্ছ কমিটি
জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের মানবিক ইউনিটের (বি ইউনিট) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (৫ মে) বেলা ৩টা ৪৫ মিনিটের দিকে এ ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল অনুযায়ী, এবারের পরীক্ষায় সর্বনিম্ন নাম্বার মাইনাস ১১— ১০০ নম্বরের মধ্যে। এই নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা একজন। এছাড়া, পাশ নম্বর ৩০ এর কম পেয়েছেন অর্থাৎ অনুত্তীর্ণ হয়েছেন ৩৫ হাজার ৭৯০ জন। যা মোট আবেদনের ৫৩ দশমিক ১৯ শতাংশ।
অপরদিকে, এবারের ভর্তি পরীক্ষায় পাসের হার ৪৬.৭৯ শতাংশ। এবারে সর্বোচ্চ নম্বর পেয়েছেন সিলেট বোর্ডের ইমন দাস। তার প্রাপ্ত নাম্বার ৮৬.৫। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়াদের মধ্যে ৮০ নম্বরের উপরে পেয়েছেন মাত্র ৪ জন। পরীক্ষায় ৭০ নম্বরের উপরে পেয়েছেন ১৮১ জন, ৬০ নম্বরের উপরে পেয়েছেন ১ হাজার ৭৪৬ জন, ৫০ নম্বরের উপরে পেয়েছেন ৫ হাজার ৭৫৩, ৪০ নম্বরের উপরে পেয়েছেন ১০ হাজার ৫৩১ জন শিক্ষার্থী।
আরো পড়ুন: গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভা শেষে কমিটির আহবায়ক এ তথ্য জানান।
গত শুক্রবার সারা দেশের ২১টি কেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের গুচ্ছ ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয় ৫ মার্চ থেকে, যা চলে ১৭ মার্চ রাত ১২টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করেন ২ লাখ ৩৭ হাজার ৮৪০ ভর্তিচ্ছু।
এর মধ্যে বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন ও মানবিক শাখার ‘বি’ ইউনিটে আবেদন করেন ৭২ হাজার ৬২ জন। এছাড়া বাণিজ্য শাখার ‘সি’ ইউনিটের ২৩ হাজার ৬৪ জন ভর্তিচ্ছু। ‘সি’ ইউনিটের ফলাফল গত ২৮ এপ্রিল প্রকাশ করা হয়।
গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয় হলো ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।