২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৩
আইইউটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, থাকছে সেকেন্ড টাইম
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) থেকে আবেদন শুরু হচ্ছে। অনলাইনের মাধ্যমে আবেদনের পর শর্টি লিস্ট করে ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২ মে (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি এবং ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন। সে হিসেবে সেকেন্ড টাইম ভর্তির সুযোগ থাকছে।
আরো পড়ুন: ভাড়া ভবনে ভিসির কক্ষ সাজাতে ব্যয় ২০ লাখ টাকা
বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে আগামী ১৩ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনকারীদের মধ্য থেকে শর্ট লিস্ট করে ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন-