দেরিতে আসা পরীক্ষার্থীদের সুযোগ দিচ্ছে জবি প্রশাসন

তীব্র যানজটে দেরিতে আসা পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছে জবি প্রশাসন। পরীক্ষা শুরুর ১০ থেকে ২০ মিনিট পর এলেও তাদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়।
সরেজমিনে গত শুক্রবার ও আজ শনিবার এমনই চিত্র দেখা যায়। শুক্রবার ও শনিবার জবি ‘ডি’ এবং ‘বি’ ইউনিটের পরীক্ষায় তীব্র যানজটের কারণে অনেক শিক্ষার্থীরা দেরি প্রবেশ করেন।
জবির পরীক্ষা কেন্দ্রে দেখা যায়, পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরও শিক্ষার্থীরা দৌড়াতে দৌড়াতে কেন্দ্রে প্রবেশ করতে থাকেন। দেরি আসা পরীক্ষার্থীদের পরীক্ষার হলে পৌঁছে দিতে কাজ করে বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট, রেঞ্জার ও বিএনসিসি।
তবে গত দিনের তুলনায় আজ যানজট বেশি দেখা যায়। জানা যায়, ঢাবি ও জবি ভর্তি পরীক্ষা একই দিনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ঢাবির পরীক্ষা কেন্দ্র হিসেবে ভর্তি পরিক্ষা নেওয়া হয়। এতে করে পুরান ঢাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
আরও পড়ুন: উপাচার্যের বাসভবনের গেট ভেঙে ঢুকলেন শিক্ষার্থীরা, সিন্ডিকেট সভা বাতিল
জবি কেন্দ্রে দেরিতে আসা এক শিক্ষার্থী বলেন, গুলিস্তান থেকে তীব্র জ্যাম। পুরো রাস্তা হেঁটে আসতে হয়েছে। গাড়ি চলছে না একদকই।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, ভর্তি পরীক্ষা সবারই লালিত স্বপ্ন। যেসব শিক্ষার্থী সামান্য দেরিতে আসছে, তাদেরও পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হচ্ছে।