জাবির ‘ডি’ ইউনিটে উত্তীর্ণ ৩১৬৬৮, ফল দেখুন এখানে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৯ PM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৯ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘ডি’ ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদের ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
এই ইউনিটে ৩১ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী পাস করেছেন। এর মধ্যে ১৭ হাজার ৬৬৪ জন ছাত্র এবং ১৪ হাজার ৪ জন ছাত্র।
ডি ইউনিটের ফলাফল দেখুন এখানে
‘ডি’ ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদে ছাত্রীদের মোট আসন ১৫৫টি এবং ছাত্রদের ১৫৫টি। এর মধ্যে ছাত্রীদের পরীক্ষায় প্রায় ৪৭ হাজার ৬৯২ জন পরীক্ষার্থীর আবেদন জমা পড়েছিল। উপস্থিত ছিলেন ৩৯ হাজার ৯৬৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
৯ ফেব্রুয়ারি থেকে জাবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।