জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ আজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৪-২৫ শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ করা হবে আজ। বুধবার (১২ ফেব্রুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান।
তিনি বলেন, ‘ডি’ ইউনিটের ফলাফল ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। আজকের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।
এদিকে জাবি ভর্তি পরীক্ষার চতুর্থ দিনের মত আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) ‘এ’ ইউনিটের অন্তর্ভুক্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ছেলে ভর্তিচ্ছুদের পরীক্ষা শুরু হয়েছে। মোট পাঁচটি শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ছেলেদের মোট ২১৩ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪৬ হাজার ৮৩৩ জন শিক্ষার্থী। এতে দেখা যায় আসন প্রতি প্রায় ২২০ জন শিক্ষার্থী পরীক্ষায় বসবেন।
গত ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ‘এ’ ইউনিটে নারী ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই ইউনিটে নারী ভর্তিচ্ছুর ২৬ হাজার ৩২৮ জন শিক্ষার্থী।
এছাড়া গতকাল ‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) আবেদনকারী (ছাত্র-ছাত্রী) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ২০০ আসনের বিপরীতে মোট ১৫ হাজার ১৮১ জন শিক্ষার্থী আবেদন করেছিল এবং ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৭ শতাংশ।
এর আগে গত ৯ ও ১০ ফেব্রুয়ারি ‘ডি’ ও ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) এর পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থী উপস্থিতির হার ছিল মোট ৮৫ দশমিক ৩৩ শতাংশ। অন্যদিকে আইবিএ-জেইউ-এর পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৭২ শতাংশ।
সর্বশেষ সংবাদ
{{home_title}}
