চার ভর্তি পরীক্ষায় আবু সাঈদ
জুলাই বিপ্লবের প্রথম শহীদকে নিয়ে ভর্তিচ্ছুদের কাছে কী জানতে চায়?
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০৫:৩৩ PM , আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৭ AM

২০২৪ সালে জুলাই বিপ্লবে অংশ নিয়ে গত ১৬ জুলাই রংপুরে গুলিবিদ্ধ হয়ে আবু সাঈদ শহীদ হয়েছিলেন। এ ঘটনার প্রথম শহীদের মৃত্যুর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সারা দেশে আন্দোলন আরও জোরদার হয়। একপর্যায়ে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির প্রেক্ষিতে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা।
জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদকে নিয়ে দেশের চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং মেডিকেল-বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন করা হচ্ছে।
জানা যায়, গত ১৭ জানুয়ারি মেডিকেলের এমবিবিএস ভর্তি পরীক্ষা, ২৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিট, ২৬ জানুয়ারি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এবং সর্বশেষ আজ শুক্রবার (৩০ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষায় শহীদ আবু সাঈদকে নিয়ে প্রশ্ন করা হয়েছে। এরমধ্যে রয়েছে তার শহীদ হওয়ার তারিখ, শিক্ষাপ্রতিষ্ঠানের এবং তাকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম নিয়ে প্রশ্নপত্র তৈরি করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আবু সাঈদের স্মরণে উন্নত মমশির শিল্পকর্ম প্রশ্ন আসে। প্রশ্নে এসেছে যে, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম-অপশনে ছিল ‘উন্নত মমশির, অকুতোভয়, বিদ্রোহী, দূরন্ত’; আবু সাঈদের স্মরণে নির্মিত শিল্পকর্মটি হলো উন্নত মমশির, বিশিষ্ট শিল্পী শহীদ কবির এটি আঁকেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষাতে অভ্যুত্থানে আত্মত্যাগকারী আবু সাঈদের শহীদ হওয়ার তারিখের প্রসঙ্গ উঠে আসে। প্রশ্নের উত্তরে জানতে চাওয়া হয়, আবু সাঈদ কোন তারিখে শহীদ হন? (১) জুলাই ৪, ২০২৪ (২) জুলাই ১৬, ২০২৪ (৩) আগস্ট ৪, ২০২৪ (৪) আগস্ট ৫, ২০২৪।
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষাতে আবু সাঈদকে নিয়ে প্রশ্ন এসেছে। প্রশ্নের সাধারণ জ্ঞান অংশে আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ উঠে আসে।
আর এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রশ্নে স্থান পায় আবু সাঈদের মৃত্যুর তারিখের প্রসঙ্গ উঠে আসে। প্রশ্নের উত্তরে জানতে চাওয়া হয়, গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের মৃত্যুর তারিখ কত? ২১ জুলাই, ১৬ জুলাই, ১৫ জুলাই ও ২০ জুলাই।
এছাড়াও চাকরির নিয়োগ পরীক্ষা শুক্রবার (২২ নভেম্বর) হওয়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপসহকারী পরিচালক পদের ইংরেজি প্রশ্নে আবু সাঈদকে নিয়ে একটি প্রশ্ন দেখা যায়। প্রশ্নের উত্তরে জানতে চাওয়া হয়, শহীদ আবু সাঈদের গ্রামের নাম কী? এখানে ৪টি অপশনে দেওয়া আছে—পীরগঞ্জ, বাহানপুর, পার্বতীপুর, মহিমাগঞ্জ।
প্রসঙ্গত, আবু সাঈদ ২০০১ সালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম। আবু সাঈদ ছয় ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।