গুচ্ছ ভর্তির ভবিষ্যৎ নির্ধারণে ইউজিসির সঙ্গে সভায় বসছেন উপাচার্যরা
২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তির ভবিষ্যৎ নির্ধারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সঙ্গে সভায় বসতে যাচ্ছেন ২৪ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হবে।
ইউজিসি ও গুচ্ছ ভর্তি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের সমন্বিত ভর্তি পরীক্ষা নিয়ে একাধিকবার সভা করেছেন উপাচার্যরা। সভায় বেশ কিছু শর্তে ২১টি বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকার পক্ষে ইতিবাচক মনোভাব পোষণ করেছে। তবে বেশকিছু কারণে গুচ্ছে থাকতে চাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তিন/চারটি বিশ্ববিদ্যালয় এখনো গুচ্ছে থাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।
ওই সূত্রের তথ্য অনুযায়ী, জগন্নাথ, খুলনা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য বিশ্ববিদ্যালয়গুলো যেন গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করে সেজন্য ইউজিসির পক্ষ থেকে সভা ডাকা হয়েছে। ইউজিসির পাবলিক ডিভিশন থেকে এ সভা আহবান করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার আহবায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘গুচ্ছ থাকছে। গুচ্ছের কার্যক্রমকে গতিশীল করতে সভা ডেকেছে ইউজিসি। এই সভায় গুচ্ছের বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, রোজার ইদের আগে ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে না এটা মোটামুটি নিশ্চিত। আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয় পরিষদের সভা রয়েছে। ওই সভা শেষ হওয়ার পর ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় জানানো যাবে।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো ২০টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। নানা অজুহাত দেখিয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে কয়েকটি বিশ্ববিদ্যালয় নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কঠোর পদক্ষেপের কারণে বেরিয়ে যেতে পারেনি বিশ্ববিদ্যালয়গুলো। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৪টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে ইতোমধ্যে ৩টি বিশ্ববিদ্যালয় এ পদ্ধতি থেকে বেরিয়ে গিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করছে। আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে যেতে চাইলেও শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপের কারণে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। ফলে এবার ২১টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।