মেডিকেলের আদলে পরীক্ষা: সেরাদের ৩ লাখ টাকা মেধাবৃত্তি দেবে মেডিএইম
আগামী ১৭ জানুয়ারি সারাদেশে একযোগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের উৎসাহ দিতে তিন লাখ টাকার মেধাবৃত্তি ঘোষণা করেছে মেডিকেল ভর্তি কোচিং সেন্টার ‘মেডিএইম’। এজন্য মেডিকেলের আদলে পরীক্ষা নেবে তারা। পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীকে এক লাখ, দ্বিতীয় ৭৫ হাজার, তৃতীয় ৫০ হাজার, চতুর্থ ২৫ হাজার এবং ৫ম স্থান অধিকার করা শিক্ষার্থী পাবেন ২০ হাজার টাকা।
জানা গেছে, প্রতি বছর এমবিবিএস ভর্তি পরীক্ষার পূর্বে শিক্ষার্থীদের নানা ভাবে উৎসাহ দেওয়ার চেষ্টা করে মেডিএইম। তারই অংশ হিসেবে এবার ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের ৩ লাখ টাকার বেশি পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এজন্য এমবিবিএস ভর্তি পরীক্ষার পূর্বে মেডিকেলের আদলে পরীক্ষা নেবে তারা। পরীক্ষায় সেরা হওয়া শিক্ষার্থীদের নগদ অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ৩ জানুয়ারি শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেওয়ার এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নিতে অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে পহেলা জানুয়ারি রাত ১০টা ৫৯ মিনিট পর্যন্ত। পরীক্ষা হবে অনলাইনে। আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর মুঠোফোনে এসএমএস এর মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষার সময়, স্লট এবং রোল নম্বর জানিয়ে দেওয়া হবে।
জানতে চাইলে মেডিএইম এর প্রতিষ্ঠাতা ডা. অপু জানান, ভর্তিচ্ছুদের উৎসাহ দিতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। মেডিকেল ভর্তি পরীক্ষা যেভাবে হয়, ঠিক সেভাবেই আমাদের পরীক্ষা হবে। ১০০ নম্বরের এমসিকিউ থাকবে। আর জিপিএ’র উপর থাকবে ১০০ নম্বর। এই দুটির সমন্বয়ে মেধাতালিকা তৈরি করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কাটা যাবে। এছাড়া সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে ৩ নম্বর কর্তন করা হবে।
তিনি আরও বলেন, আমাদের এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি নেই। ২০২৩ এবং ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। সেরা ৫ শিক্ষার্থীকে নগদ অর্থ দেওয়ার পাশাপাশি সারাদেশে বিনা খরচে ভ্রমণের সুযোগ করে দেওয়া হবে। এছাড়া পরীক্ষায় সেরা-২০ এ থাকা প্রত্যেক শিক্ষার্থীর জন্য প্রাইজমানি থাকবে বলেও জানান তিনি।
পরীক্ষায় অংশ নিতে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfYbhxMd5Yl7kdAVqq8__53mrGwX2YJCmgA-xBVbuszlWUEoQ/viewform