বিইউপির আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের প্রশ্ন দেখুন এখানে 

বিইউপি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
বিইউপি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত  © সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে শুরু হলো এবারের বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধ।

6f8a32c6-c437-4934-a022-6713d14bf24c

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শুক্রবার দিনই বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

3a6a03c5-da90-43bd-91f9-3fea5875a0d9

পরদিন ১৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা এবং  বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

aaf8d8b4-cd99-47ee-b403-44646a7e075d

এই ভর্তি পরীক্ষা (লিখিত-এমসিকিউ) শুধু ঢাকায় বিইউপির ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। আগামী ১৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষার মেরিট লিস্ট প্রকাশ করা হবে বলে জানা গেছে।

6e054e77-dea7-43e7-b790-5cad0de4926b

এর আগে গত ২৮ নভেম্বর এই ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


সর্বশেষ সংবাদ