সলিমুল্লাহ মেডিকেল কেন্দ্রের পরিবর্তে এমবিবিএস ভর্তি পরীক্ষা রাজধানীর দুই কলেজে

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ  © ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ কেন্দ্রে হচ্ছে না। এর পরিবর্তে রাজধানীর দু’টি কলেজে অনুষ্ঠিত হবে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৭ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিতব্য ২০২৪-২৫ সেশনের ১ম বর্ষ এমবিবিএস ভর্তি পরীক্ষায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ কেন্দ্রের পরীক্ষা রাজধানীর আজিমপুরে ইডেন মহিলা কলেজ এবং গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স (সাবেক গার্হস্থ্য অর্থনীতি কলেজ) অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন: মেডিকেল ভর্তির আবেদন শুরু আজ, জেনে নিন খুঁটিনাটি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর)। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সকাল ১০টা থেকে এ প্রক্রিয়া শুরু হবে। দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির জন্য এবার পাস নম্বর থাকবে ৪০।


সর্বশেষ সংবাদ