বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগে করণীয় কী, কেমন প্রস্তুতি দরকার
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। কয়েকটির জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। এ সময়টাতেই বেশি দরকার দরকার ঠাণ্ডা মাথা, সুগঠিত পরিকল্পনা এবং নিজের ওপর আস্থা। প্রস্তুতি শেষ হয়েছে কি না— এই দোটানায় কেউ কেউ অতিরিক্ত পড়াশোনায় মগ্ন হচ্ছেন, আবার কেউ খুঁজছেন মানসিক স্বস্তি।
এসময় পরীক্ষার্থীদের প্রয়োজন সঠিক পরিকল্পনা। তাই তাদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ।
গুরুত্বপূর্ণ টপিক রিভিশন দেওয়া
নতুন করে এখন আর কিছু মুখস্থ না করে, আগের গুরুত্বপূর্ণ বিষয়, সূত্র বারবার রিভিশন দিতে হবে।
ছোট নোট তৈরি
মূল সূত্র, সংজ্ঞা ও তথ্যের দ্রুত ঝালাইয়ের জন্য ছোট নোট বেশ কার্যকর। তাই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট আকারে লিখে রাখলে, পরীক্ষার আগে খুব সহজেও বিষয়গুলো একনজর চোখ বুলিয়ে নেওয়া যায়।
আরও পড়ুন : রাবির ভর্তি আবেদনের সুযোগ আর চারদিন
মডেল টেস্ট দেওয়া
এসময় নতুন করে পড়ার কিছু নেই। তাই মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে নিজের অবস্থান সম্পর্কে পরিষ্কার হওয়া যায়। পাশাপাশি গতি ও আত্মবিশ্বাস বাড়ে।
সময়ের সঠিক পরিকল্পনা
এখন নষ্ট করার মতো হাতে আর বেশি সময় নেই। তাই সময়ের সঠিক ব্যবহার করতে হবে। পড়ার বিষয়গুলোর জন্য সময় ভাগ ভাগ করে নিতে হবে।
অতিরিক্ত পড়ার চাপ এড়িয়ে চলা
শেষ সময়ে নতুন কিছু পড়তে গেলে বিভ্রান্তি বাড়ে। তাই বাড়তি বিষয় নতুন করে না পড়ে, গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেই চোখ বুলিয়ে নিতে হবে।
স্বাস্থ্যের প্রতি মনোযোগী হওয়া
শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগী হতে হবে। সুষম খাবার ও পর্যাপ্ত পানি পান করতে হবে। সেই সাথে ঘুম ও বিশ্রামের দিকেও লক্ষ্য রাখতে হবে।