কৃষিগুচ্ছের রসায়ন অংশের সমাধান
১। কোন অরবিটালে ইলেকট্রনের ঘনত্ব বেশি?
উত্তর: 1s
২। কোনটি অধিক স্থিতিশীল
উত্তর: d10s1
৩। চাপ হ্রাসে কোনটির দ্রাব্যতা হ্রাস পাবো
উত্তর: CO2
৪। PH4 আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান?
উত্তর: 18
৫। কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি?
উত্তর: Cl
৬। বেনজিনে সিগমা বন্ধন কয়টি?
উত্তর: ১২
৭। কোনটির sp3 হাইব্রিডাইজেশন বিদ্যমান?
উত্তর: NH4+
৮। নিচের কোনটিতে হাইড্রোজেন বন্ধনী আছে?
উত্তর: NH3
৯। বিশুদ্ধ পানির ঘনমাত্রা হল (mole/litre)
উত্তর: ৫৫.৫
১০। কোন গ্যাস জোড়ায় ব্যাপন হার সমান?
উত্তর: CO2 & N2O
১১। 10g বিশুদ্ধ CaCO3 কে উত্তপ্ত করলে STP তে কত লিটার CO2 গ্যাস উৎপন্ন হবে?
উত্তর: 2.24
১২। কোনটি জলীয় দ্রবণে OH আয়ন প্রদান করে?
উত্তর: NH4OH
১৩। পানীয় জলে WHO অনুমোদিত pH মান কত?
উত্তর: 6.5-8.5
১৪। কোনটি ইলেকট্রোফাইল?
উত্তর: H2O
১৫। কোনটি নিউক্লিওফাইল?
উত্তর: (CH3)3C+
১৬। সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়ন নিচের কোনটি?
উত্তর: CH3COOH
১৭। নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী এসিড?
উত্তর: CCL3COOH
১৯ রক্তে গ্লুকোজের ঘনমাত্রা 2 x 10M হলে ppm এককে মান কত হবে?
উত্তর: ৩৬০
২০। ক্যাথোডে 1 mol H, গ্যাস উৎপন্ন হতে কী পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হবে?
উত্তর: 2F