জাবির চূড়ান্ত মেধাতালিকা ৩১ আগস্ট, জানাল ভর্তিতে প্রদেয় ফি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের বিভিন্ন ইউনিটের ভর্তির সাক্ষাৎকার ইতিমধ্যেই শেষ হয়েছে। এদিকে জাবিতে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের মেধাতালিকা আগামী বুধবার (৩১ আগস্ট) প্রকাশিত হবে। যা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটেও (academic.juniv.edu) প্রকাশ করা হবে।
রোববার (২৮ আগস্ট) বিকালে জাবির কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘শিক্ষার্থীদের চূড়ান্ত মেধাতালিকা আগামী ৩১ আগস্ট প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট প্রকাশ ও শিক্ষা শাখায় এই তালিকা প্রেরণ করা হবে।’
আরও পড়ুন : গুচ্ছে ওএমআর বাতিল হওয়াদের ভাগ্য খুলতে যাচ্ছে
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য প্রদেয় ফি সমূহ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ক্রমিক |
বিবরণ |
কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট |
সমাজবিজ্ঞান ও আইন অনুষদ / বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ জেইউ |
গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং আইআইটি জীববিজ্ঞান অনুষদ
|
০১ |
ভর্তি ফি |
১০০ |
১০০ |
১০০ |
০২ |
রেজিস্ট্রেশন ফি |
১০০ |
১০০ |
১০০ |
০৩ |
পাঠ্যক্রম ফি |
২৫ |
২৫ |
২৫ |
০৪ |
পরিবহন ও পরিচয়পত্র ফি (৪ বছরের জন্য এককালীন) |
২০০০ |
২০০০ |
২০০০ |
০৫ |
রোভার স্কাউট ফি |
১৪০ |
১৪০ |
১৪০ |
০৬ |
স্বাস্থ্য সেবা ও মেডিক্যাল উন্নয়ন ফি |
৩০০ |
৩০০ |
৩০০ |
০৭ |
বাসনপত্র ফি |
১৫০ |
১৫০ |
১৫০ |
০৮ |
গ্রন্থাগার জামানত |
৩৩০ |
৩৩০ |
৩৩০ |
০৯ |
হল জামানত (এককালীন) |
৩০০ |
৩০০ |
৩০০ |
১০ |
কেন্দ্রীয় ছাত্র সংসদ ফি (বাৎসরিক) |
১৫ |
১৫ |
১৫ |
১১ |
ক্রীড়া ফি (বাৎসরিক) |
১৫০ |
১৫০ |
১৫০ |
১২ |
কমনরুম ফি (বাৎসরিক) |
৫০ |
৫০ |
৫০ |
১৩ |
হল ছাত্র সংসদ ফি (বাৎসরিক) |
১৫ |
১৫ |
১৫ |
১৪ |
হল ক্রীড়া ফি (বাৎসরিক) |
১০০ |
১০০ |
১০০ |
১৫ |
সাময়িকপত্র ফি (বাৎসরিক) |
৫০ |
৫০ |
৫০ |
১৬ |
ছাত্রকল্যাণ তহবিল (বাৎসরিক) |
১৪০ |
১৪০ |
১৪০ |
১৭ |
ল্যাবরেটরী কন্টিনজেন্সি (বাৎসরিক) |
২০০ |
২০০ |
২০০ |
১৮ |
বেতন জুলাই ২০২২ হতে জুন ২০২৩ পর্যন্ত (এক বৎসর) |
১২০ |
১২০ |
১৪৪ |
১৯ |
নিয়মিত পরীক্ষার নম্বরপত্র ফি (প্রথম বৎসরের জন্য) |
২৫০ |
২৫০ |
২৫০ |
২০ |
সিট ভাড়া: জুলাই ২০২২ হতে জুন ২০২৩ পর্যন্ত এক বৎসর)।২৫০ |
৬০ |
৬০ |
৬০ |
২১ |
সমাপনী ফি |
২৫০ |
২৫০ |
২৫০ |
২২ |
উন্নয়ন তহবিল (এককালীন) |
৫০০ |
৫০০ |
৫০০ |
২৩ |
বি.এন.সি.সি. ফি |
১৪০ |
১৪০ |
১৪০ |
২৪ |
ইনফরমেশন টেকনোলজি ফি |
৪৫০ |
৪০০ |
৪০০ |
২৫ |
অনুষ্ঠানাদি খাত |
২৫০ |
২৫০ |
২৫০ |
২৬ |
পরিবেশ উন্নয়ন ফি |
২৫০ |
২৫০ |
২৫০ |
মোট টাকা |
৬৩৮৫ |
৬৩৮৫ |
৬৪০৯ |