২৮ আগস্ট ২০২২, ০০:৩১

ইবির ধর্মতত্ত্বের পরীক্ষায় উপস্থিতি ৯৩ শতাংশ, রাতেই ফল

ইবির ধর্মতত্ত্বের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে  © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আবেদনকারী ভর্তিচ্ছুর মধ্যে ৯৩ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এদিন দুপুর ১২টায় পরীক্ষা শুরু হয়ে চলে ১টা পর্যন্ত। পরীক্ষার ফলাফল আজ রাতের মধ্যে প্রকাশিত হবে।

শনিবার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. এইচ এ এন এম এরশাদ উল্লাহ।

জানা যায়, ‘ডি’ ইউনিটের ৪টি বিভাগে ৩২০টি আসনের বিপরীতে আবেদন করে ২ হাজার ২৬ জন ভর্তিচ্ছু। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৮৮৮ জন শিক্ষার্থী। যা আবেদনকারীর মোট শিক্ষার্থীর ৯৩ শতাংশ।

আরও পড়ুন: ঢাবির ফলের হতাশা কাটিয়ে চবিতে প্রথম হলেন আয়মান

ভর্তি পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।

ভর্তি পরীক্ষার সার্বিক পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড এইচ এ এন এম এরশাদ উল্লাহ বলেন, পরীক্ষায় উপস্থিতির হার সন্তোষজনক ছিলো। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের মধ্যেই ফলাফল প্রকাশ করতে পারবো বলে আশা করছি।